তিন স্পিনার নিয়েই আজ, বুধবার কোটলায় বিশ্বকাপে আফগান বৈতরণী পেরোতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়াকে হারানোর পর দিল্লির মাঠে এবার প্রতিপক্ষ রশিদ খানরা। ঘরের মাঠে এদিন বিশ্বকাপ খেলবেন ঘরের ছেলে বিরাট কোহলি। ইঙ্গিত যা, তাতে চেন্নাই ম্যাচের দলই অপরিবর্তিত রাখতে চলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
এটা স্পষ্ট হয়ে গিয়েছে, শনিবার পর্যন্ত বিশ্বকাপে নেই ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। মাঠে যখন নবীনদের বিরুদ্ধে লড়াই করবেন রোহিতরা, তখন অরুণ জেটলি স্টেডিয়ামের প্যাভিলিয়নে ঠিক হতে যেতে পারে এই বিশ্বকাপের শুভমনের ভাগ্য। তাঁর বদলির খোঁজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দৌড়ে রয়েছেন দুই ক্রিকেটার। কার নামে সিলমোহর বসবে, তা ঠিক করবেন অজিত আগারকর।
আরও পড়ুন : বিশ্বকাপে কি থাকবেন শুভমন ? বুধবার দিল্লিতে নির্বাচকদের বৈঠক
ফলে ব্যাটিং অর্ডারেও হয়তো এদিন কোনও রদবদল নাও হতে পারে। পাকিস্তান ম্যাচের আগে আরও একবার চার নম্বরে খেলার সুযোগ পাবেন শ্রেয়স আইয়ার। তবে এই ম্যাচে ফ্যাক্টর হতে চলেছে টস। কারণ, শেষ ম্যাচে এই মাঠে প্রথমে ব্যাট করে একদিনের ক্রিকেটে রেকর্ড রানের নজির তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই পরিসংখ্যান হয়তো মাথায় রাখবেন ভারত অধিনায়ক।