চার বছর আগে একটা রান আউট ভারতকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপের মঞ্চ থেকে। ইংল্যান্ডের মাটিতে সেই ম্যাচে শেষবারের জন্য বিশ্বকাপ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডকে হারিয়ে ধোনিকে গুরুদক্ষিণা দিতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে এখনও পর্যন্ত একই বিন্দুতে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে যে জিতবে, সেই এগিয়ে যাবে। কারণ, উপরের প্রথম চারটি দলের মধ্যে ভারত ও নিজজিল্যান্ড দু দলই চারটি করে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে এই ম্যাচই তাদের সেমিফাইনালে ওঠার রাস্তাকে মজবুত করতে পারে।
২০ ওভার হোক বা ৫০ ওভার। আইসিসি-র কোনও টুর্নামেন্টের মঞ্চে কিউইরা বরাবর ভারতের শক্ত গাঁট। ধর্মশালায় এই পরিসংখ্যান মাথায় রেখেই মাঠে নামবেন রোহিত শর্মরা। আঙুলে চোট এই ম্যাচে খেলবেন না কেন উইলিয়ামসন। এটা যেমন স্বস্তি, ভারতীয় শিবিরে তেমনই অস্বস্তি হার্দিকের না খেলা।