খেলা শেষ হয়েছে তখন প্রায় ৪৫ মিনিট হয়ে গিয়েছে। হঠাৎই লখনউয়ের একনা স্টেডিয়ামে শুরু হল আলোর খেলা। আর সেই আলোর খেলায় ফুটে উঠল একটাই নাম। কেএল রাহুল। হ্যাঁ, ঠিক এই ভাবেই ইংল্যান্ড বধের পর দলের সেরা ফিল্ডার পুরস্কারকে উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটাররা।
বিশ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে অধিনায়ক সৌরভকে উইকেটের পিছনে আস্থা দিতেন এক রাহুল। বিশ বছর পর রোহিতের টিম ইন্ডিয়াতেও সেই একই জায়গায় আর এক রাহুল। পরিস্থিতি, পরিবেশ বদলে গিয়েছে, কিন্তু সেই রাহুল আর এই রাহুল যেন ভরাট করেছেন উইকেটকিপারের শূন্যস্থান।
আরও পড়ুন : ইডেনে নামার আগে ফুরফুরে মেজাজে বাবররা, ঘুরে দেখলেন শহর, কিন্তু জুটল না বিরিয়ানি !
ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপও স্বীকার করেছেন, শিশিরের মধ্যে রাহুল যেভাবে স্পিনারদের কিপিং করেছেন, তাতে ম্যাচের সেরা ফিল্ডার তাঁকে ছাড়া ভাবা যায়নি। এদিন সোনার মেডেল লোকেশের গলায় পড়িয়ে দেন সতীর্থ শ্রেয়স আইয়ার।