৬-এ ৬ করল টিম ইন্ডিয়া। মাত্র ২২৯ রানের পুঁজি নিয়ে ১২৯ রানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আটকে দিল ভারত। ১২ পয়েন্ট নিয়েও ভারতের সেমিফাইনাল কিন্তু নিশ্চিত নয়। আর কটি ম্যাচ জিততে হবে রোহিতদের। কী বলছে পয়েন্ট টেবিল।
এই ফরম্যাটে একটি দলকে সেমিফাইনালে যেতে গেলে ৭টি ম্যাচ জিততেই হবে। অর্থাৎ ১৪ পয়েন্ট লাগবে। বর্তমানে ভারত ফের শীর্ষে উঠে গিয়েছে। ৬ ম্যাচের মধ্যে ৫টি জিতে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচ জিতে নেট রান রেটে তিনে নিউজিল্যান্ড। এদিকে চার ম্যাচ জিতেও চারে অস্ট্রেলিয়া। চারটি করে ম্যাচ হেরে শেষে ইংল্যান্ড। বাংলাদেশ এমন একটি দল,যারা ম্যাচও জিততে পারেনি। আগামী ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে আছে তাঁরা। রোহিতরা ওয়াংখেড়েতে ওই ম্যাচ জিতলেই সেমিফাইনালে টিকিট পেয়ে যাবেন।
আরও পড়ুন: ভারতীয় বোলিংয়ের পঞ্চপাণ্ডবের দাপটে ধ্বস্ত ইংল্যান্ড, সেমিফাইনালের পথে ভারত
২ নভেম্বর ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুযোগ ভারতের কাছে। তার পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা। তার পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত।