বিশ্বকাপের ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতল ভারত। আর টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। তিনি জানিয়েছেন, গত আটটি ম্যাচে তাঁরা কখনও প্রথমে ব্যাট করেছেন, আবার কখনও বল করেছেন। ফল একই হয়েছে। তাই গ্রুপের শেষ ম্যাচেও তাই তাঁরা ব্যাট করেই ম্যাচ উপভোগ করতে চান।
নিয়মরক্ষার ম্যাচ হলেও রবিবাসরীয় চিন্নাস্বামী তাকিয়ে তার বিরাটের দিকে। এই মাঠে গত ১৬ মরশুম আইপিএল খেলছেন কোহলি। দীপাবলির দিনেই সবাই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি দেখতে চান। এমনকী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে এই রেকর্ড তৈরির জন্য বিরাটকে পরামর্শ একাধিক প্রাক্তনের।
এই মাঠ দুই রাহুলেও। এক রাহুল ভারতীয় দলের কোচ। অন্যজন ক্রিকেটার। আজ থেকে বিশ বছর আগে ভারতীয় দলের উইকেট কিপারের জায়গা ভরাট করেছিলেন দ্রাবিড়। এখন সেই চরিত্রেই দেখা যাচ্ছে লোকেশকে। এই ম্যাচ খেলতে নামার আগে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় দল।