ধর্মশালায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসের পর তিনি জানিয়েছেন, শনিবার অনুশীলন করার সময় তাঁরা দেখেছেন শিশির এখানে ফ্যাক্টর। তাই টস জিতে বল করার সিদ্ধান্ত নেন তিনি। এদিনের ম্যাচে দুটি পরিবর্তন ভারতীয় দলে। হার্দিক এবং শার্দূলের বদলে এদিনের ম্যাচে খেলছেন সূর্য যাদব এবং মহম্মদ শামি। তবে হার্দিকের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারত অধিনায়ক।
প্রাক্তনরা দাবি তুলেছিলেন এই ম্যাচে মহম্মদ শামিকে ফিরিয়ে আনার জন্য। ধর্মশালার বাইশ গজে শামি অনেক বেশি কার্যকর বলেই মনে করছেন ওয়াকার ইউনিস, শেন ওয়াটসনরা। তাতে বুমরা-শামি-সিরাজ এই কম্বিনেশনে কিউইদের বিরুদ্ধে বাড়তি শক্তি পাবে ভারতীয় বোলিং।
আরও পড়ুন : পুণে ফিরিয়ে দাও বিরাট, বিশ্বকাপের ম্যাচে প্রার্থনা ধর্মশালার
২০০৩ সালে বিশ্বকাপের মঞ্চে শেষবার নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে বিশ বছর। মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি, কিউইদের বিরুদ্ধে জয় অধরা ভারতের।
চার বছর আগে একটা রান আউট বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। ম্যানচেস্টারে সেবারই শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ধোনি। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।