আমেদাবাদের সাঁঝবেলায় জবাব দিচ্ছেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ২৪১ রান। এই রান তাড়া করতে নেমে শামি-বুমরার দাপটে আপাতত তিন উইকেটের পতন অস্ট্রেলিয়ার। সাত রানে শামির বলে আউট ওয়ার্নার । মিচেল মার্শ ডেঞ্জার হয়ে ওঠার আগেই তাঁকে আউট করেন বুমরা। স্টিভ স্মিথকে ফেরালেন বুমরা।
টস জিতে বিশ্বকাপ ফাইনালে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তখনই জানিয়েছিলেন এই পিচে রান তাড়া করার মজা রয়েছে। সেই মঞ্চটাই এই ম্যাচে প্রস্তুত করে দিলেন হ্যাজেলউড, স্ট্রার্করা। বল ঘোরার আগে, অজি পেস ব্যাটারি শেষ করে দিলেন রোহিত-বিরাট-রাহুলকে।
অধিনায়ক রাহুল ৪৭, বিরাট ৫৪ এবং লোকেশ রাহুল ৬৬। এই ত্রয়ীর ব্যাটেই বিশ্বকাপ ফাইনালে ২০০ পার ভারতের। সবরমতীর পশ্চিমে সূর্য ঢলে যাচ্ছে। আর গাঢ় নীল নরেন্দ্র মোদী স্টেডিয়াম ঢলে পড়ছে ভারতীয় ব্যাটিং। এ যেন বিশ বছর আগে জোবার্গের স্মৃতি হঠাৎ করে উসকে উঠল। সে যাই হোক, দায়িত্ব এবার বোলারদের।