বিশ্বকাপের ফাইনাল ম্যাচ । কানায় কানায় ভর্তি নরেন্দ্র মোদী স্টেডিয়াম । লক্ষ লক্ষ দর্শক খেলা দেখছেন । ফাইনাল ম্যাচ দেখার জন্য বহু দূর থেকে এসেছেন অনেকে । ম্যাচ শেষ হতে হতে রাত ১০টা ।
তাই, রবিবারের রাতটা কাটাতে হবে আহমেদাবাদেই । কিন্তু, বিশ্বকাপের জেরে হোটেলের ভাড়া প্রচুর । তার উপর সব হাইজফুল । এই পরিস্থিতিতে খেলা দেখে রাত কাটাবেন কোথায় ভাবছেন ? চিন্তা নেই । অসময়ে পাশে রয়েছে গান্ধীনগরের ওয়েক ফিট । একটি বেডিং স্টোর । সেখানেই কাটাতে পারেন আজকের রাতটা । একেবারে বিনামূল্যে ।
জানা গিয়েছে, বিশ্বকাপ উদ্বোধনের সময় হোটেল রুমের দাম ছিল আকাশছোঁয়া । আর ফাইনালের সময়ও তাই । তাই, এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন আমেদাবাদের এক বেডিং স্টোরের মালিক । গান্ধীনগরের ওয়েক ফিট নামে ওই দোকানের তরফে জানানো হয়েছে, দোকানে এসে ম্যাচের টিকিট দেখালেই সেখানে রাত কাটানোর সুযোগ পাবেন দর্শকরা । দোকানের মালিকের এই বিশেষ উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।