লড়াই করেছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান বাংলাদেশের মাহমাদুল্লাহের। কিন্তু সেই লড়াই কাজে এল না। দক্ষিণ আফ্রিকার ৩৮৩ রানের টার্গেটের থেকে ১৪৯ রান আগেই আটকে গেলেন সাকিবরা। ৪৬.৪ ওভারে ২৩৩ রানে অলআউট টাইগার্স। তিন উইকেট নিলেন দক্ষিণ আফ্রিকার বোলার জেরাল্ড কোয়েটজে।
এদিন ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ১৭৪ রানের পরেও থামেনি প্রোটিয়াসরা। ৯০ রান করেন হেনরিক ক্লাসেন। অধিনায়ক মারক্রম করেন ৬০ রান। ১৫ বলে ৩৪ রানের ইনিংস আসে ডেভিড মিলারের ব্যাটে। ৫ উইকেটে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপরই লড়াই শুরু করেন মাহমাদুল্লাহ। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ারও কেউ ছিলেন না। অধিনায়ক সাকিব ফেরেন মাত্র ১ রান করেন। লিটন দাস করেন ২২ রান। মুসফিকর রহিম ৮ রানে ফেরেন।