ক্রিকেট বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) কমলা ঝড় । শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার (Sri Lanka and Australia) বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর হঠাৎ নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার দক্ষিণ আফ্রিকার (South Africa)। বৃষ্টির জন্য ৭ ওভার কমানো হয় ম্যাচ। ২৪৫ রান ডিফেন্ড করে দক্ষিণ আফ্রিকাকে হারাল ডাচ ব্রিগেড। এক বল বাকি থাকতে অলআউট হল দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানে জয় নেদারল্যান্ডসের। গত রবিবারই আফগানিস্তানের বিরুদ্ধে হারতে হয় ইংল্যান্ডকে। এবার দক্ষিণ আফ্রিকা হারায় গ্রুপ পর্বের লড়াই জমে গেল।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ধর্মশালার বৃষ্টিবিঘ্নিত উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে নেদারল্যান্ডস। ১৪০ রানে সাত উইকেট হারিয়ে ফেলে তাঁরা। এরপরই অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে ৭৮ রানের ইনিংস আসে । ৪৩ ওভারে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস।
আরও পড়ুন: অধিনায়কের ব্যাটে বড় রান, বৃষ্টিবিঘ্নিত ধর্মশালায় ২৪৬ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি দাঁড়াতে পারেননি ক্রিজে। টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক ফেরেন। আরও দুই ব্যাটসম্যান ভ্যান্ডার ডাসেন, আইডেন মারক্রম ফিরতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামে। হেনরি ক্লাসেন ২৮ রান করেন। ডেভিড মিলারের ব্যাটে আসে ৪৩ রান। অলআউট আগেই হয়ে যেত টিম। কিন্তু