অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেও মন খারাপ কে এল রাহুলের । ম্যাচের শেষ শটে ছক্কা মেরে ভারতকে জিতিয়েও মাঠে হতাশ হয়ে বসে পড়েন রাহুল । মাঠে এ দৃশ্য নজর এড়ায়নি কারও । কিন্তু, কেন এই হতাশা, কেন মন খারাপ ? ম্যাচ শেষ হতেই আসল কারণ জানালেন কে এল রাহুল নিজেই ।
সেঞ্চুরির দোড়গোড়ায় ছিলেন কে এল রাহুল । শতরানের স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছিলেন ম্যাচে । রাহুল জানিয়েছেন, খেলা যখন প্রায় শেষ, তিনিও শতরানের কাছকাছি, তখন ভেবেছিলেন শেষের দিকে একটা ৪ আর একটা ছয় মারবেন । কিন্তু, তার বদলে ছয় মারেন তিনি । তাঁর ব্যাটের ছক্কায় ভারত জিতে যায় । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হয়ে যায় ওখানেই । সেক্ষেত্রে শতরান সম্পূর্ণ না হওয়ার আক্ষেপ থেকে গেল কে এল রাহুলের ।
রাহুল বলেন, "শটটা বেশ জোরেই মেরেছিলাম। শতরান না করায় কোনও আক্ষেপ নেই। দল জিতেছে এটাই বড় কথা।" কোহলির সঙ্গে পার্টনারশিপ নিয়ে রাহুল বলেন, "সত্যি বলতে খুব বেশি কোহলির সঙ্গে কথা বলিনি। ক্রিজে নামার পর কোহলি বলেছিল পিচে প্রাণ রয়েছে। তাই কিছু ক্ষণ টেস্টের মতো খেলতে ।... ব্যাট করার পক্ষে সহজ উইকেট ছিল না। তবে ক্রিকেট খেলার পক্ষে ভাল উইকেট ।"