দেশকে গর্বিত করেছে টিম ইন্ডিয়া । দেশবাসী সবসময় তাঁদের পাশে রয়েছে । রোহিতদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়া । ফের একবার স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার ।
এদিন, প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'গোটা টুর্নামেন্টে আপনাদের প্রতিভা এবং সংকল্প ছিল প্রশংসনীয় । দারুণ উদ্যমের সঙ্গে খেলেছেন ও ভারতকে গর্বিত করেছেন । আমরা সবসময় সঙ্গে রয়েছি ।' রবিবাসরীয় ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছন মোদী । সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী । স্টেডিয়ামে বসে খেলা দেখেন । ম্যাচ উপভোগ করেন । ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দেন তিনি ।