রঙিন আলোয় মুড়ল নরেন্দ্র মোদী স্টেডিয়াম । সন্ধে তখন সাড়ে ৭টা । ড্রিঙ্কস ব্রেক চলছে । সাময়িক থেমেছে ২২ গজের খেলা । ঠিক তখনই শুরু হয় লেজার শো । আলোয় আলোয় ভরে গেল চারপাশ । ব্যাকগ্রাউণ্ডে বাজছে দিল জশন জশন বোলে । একটু আগে এখানে ব্যাট-বলের লড়াই চলছিল, সেটা কে বলবে । যেন মনে হচ্ছে আলোর উৎসব চলছে ।
ক্রিকেট বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান যে জমজমাট হবে, তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল । এদিন প্রথমে বায়ুসেনার সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক দল পারফর্ম করে । তারপর হয় গানে গানে মাতে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ।
প্রীতম, অমিত মিশ্রদের গলায় শোনা গেল, দেবা দেবা, প্রভু কে নাম, দিল জশন জশন বোলে, লহেরা দো । এরপরই রঙিন আলোয় মোড়ে স্টেডিয়াম ।