টানা চার ম্যাচে জয় নিউজিল্যান্ডের (New Zealand vs Aghanistan Live Score)। চেন্নাইয়ের মাটিতে (ICC ODI WC 2023) আফগানিস্তানকে ১৪৯ রানে হারাল কিউয়ি ব্রিগেড। ১৩৯ রানে শেষ আফগানিস্তানের ইনিংস। ৭ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পেলেন লকি ফার্গুসন। ৩ উইকেট তুলে নেন মিচেল সান্তনারও। ২ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট।
গত ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর আত্মবিশ্বাসী ছিল আফগানিস্তান। এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান তাঁরা। উইলিয়ামসন না থাকলেও তিনটি হাফসেঞ্চুরি আসে নিউজিল্যান্ডের ইনিংসে। অধিনায়ক টম লাথাম করেন ৬৮ রান। গ্লেন ফিলিপস করেন ৭১ রান। উইল ইয়ং করেন ৫৪ রান।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে বল করবেন রোহিত শর্মা! বৃহস্পতিবার কোন দল নামাবে ভারত?
জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। কিউয়ি ব্রিগেডের বোলিং আক্রমণের সামনে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।