ICC-কে নালিশ করেও কোনও লাভ হল না। ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতীয় দর্শকদের (Indian Fans) আচরণ নিয়ে আইসিসি-কে অভিযোগ করেছিল পিসিবি। সূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) এই অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছেন না আইসিসি কর্তারা (ICC)। ভারতের বিরুদ্ধে কোনও ব্যবস্থার কথাও ভাবছে না আইসিসি।
সোমবার পাকিস্তানে ফেরেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ (Zaka Ashraf)। মঙ্গলবার বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকের পর ভারতের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। পাকিস্তানের ক্রিকেট কর্তাদের অভিযোগ, আহমেদাবাদে পাক ক্রিকেটারদের নানাভাবে বিরক্ত করেছেন দর্শকরা। আইসিসির ইভেন্টে যা কাম্য নয়। পাশাপাশি পাক সমর্থক ও সাংবাদিকদের ভিসা না দেওয়া নিয়েও অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন: ১৪৯ রানে বড় জয় নিউজিল্যান্ডের, ৩৫ ওভারের আগেই শেষ আফগান ইনিংস
জানা গিয়েছে, পাকিস্তানের অভিযোগ খতিয়ে দেখেছেন আইসিসি কর্তারা। তাঁরা মনে করেছেন, আয়োজক দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছু নেই। কোনও নির্দিষ্ট ব্যক্তির নামে অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া যায়।