বিশ্বকাপের মধ্যেই আইসিসির বিরুদ্ধে ক্ষোভ ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। আমেদাবাদ এবং চেন্নাইয়ের পিচকে নিজেদের রিপোর্টে সাধারণ মানের বলে উল্লেখ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আর তাতে ক্ষুব্ধ ভারতের কোচ।
চেন্নাই এবং আমেদাবাদে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে হারিয়েছে ভারত। দুটি ম্যাচে কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়েছিলেন ভারতীয়রা। দ্রাবিড়ের দাবি, সাধারণ মানের পিচ হলে, তাতে ভারতীয়রা এত আরামে খেলতে পারতেন না। রাহুলের পাল্টা যুক্তি, যে পিচে রান হবে, সেটা ভাল পিচ, আর যাতে রান হবে না, সেটা সাধারণ মানের তা মানা সম্ভব নয়।
আরও পড়ুন : চোট গুরুতর নয়, কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামছে সূর্যকুমার,আরও এক পরিবর্তন ভারতীয় দলে
শুধু ভারতীয়রা নন, এবারের বিশ্বকাপে বিদেশি স্পিনারদের বোলিংয়ের প্রশংসা করেছেন ভারতের কোচ। তাঁর মতে, পিচের মান নির্ধারণ করতে গিয়ে ভাল স্পিনারদের কৃতিত্বকে ছোট করছে আইসিসি। যা আধুনিক ক্রিকেটের জন্য বেশ ক্ষতিকর।