আজ আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল। আয়োজক দেশ ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। মাঠে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়া উপপ্রধানমন্ত্রীও। প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক, প্রাক্তন ক্রিকেটার, বলিউড তারকাদের ভিড় থাকবে ভিআইপি বক্সে। তাই প্রোটোকল মেনেই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপের আবহে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে আহমেদাবাদ শহরেও। রবিবার স্টেডিয়ামে লক্ষাধিক সমর্থক ভিড় করতে পারে। স্টেডিয়াম চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। মাঠে ৪৫০০ পুলিশ কর্মী মোতায়েন করেছে গুজরাত সরকার। তাই স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও একাধিক নিরাপত্তা বলয় কাজ করছে। এছাড়াও যানজট এড়াতেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য আলাদা নিরাপত্তা বলয় থাকবে। ভিআইপি-দের থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
জানা গিয়েছে, রবিবার বেশ কিছুক্ষণ আহমেদাবাদের বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিশ্বকাপের জন্য এয়ার ট্রাফিক পরিষেবা বিঘ্নিত হতে পারে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় রেলওয়ে নয়াদিল্লি থেকে আহমেদাবাদের বিশেষ ট্রেন ঘোষণা করেছে। শনিবার সেই ট্রেন ছাড়বে। রবিবার ফাইনালের পর রাত ২টো ৩০ মিনিটে সেই ট্রেনই দিল্লি ফিরবে। মুম্বই-আহমেদাবাদেও একই পরিষেবা পাওয়া যাবে।