রাত পোহালেই বিশ্বকাপের হাইভোল্টেজের ম্যাচ। ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত-নিউজিল্য়ান্ড (Ind Vs Nz)। সেমিফাইনালের (Semifinal) এই ম্যাচের টিকিট পেতে মরিয়া সকলে।
এই পরিস্থিতিতে টিকিট কালোবাজারির অভিযোগ মায়ানগরী মুম্বইতে। চড়া দামে টিকিট বিক্রি করার অভিযোগে আকাশ কোঠারি নামে এক ব্য়ক্তিকে মালাড থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ৪২০ ও ৫১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, সেমিফাইনাল ম্যাচের টিকিট ১০০ গুণ দামে বিক্রি হচ্ছে। এই তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, ২০০০, ৪০০০ হাজার টাকার টিকিট বিকোচ্ছে ২৫ থেকে ৫০ হাজার টাকায়। এমনকি কমপ্লিমেন্টারি টিকিটেরও আকাশ ছোঁয়া দর। একটা টিকিটের দর এক লক্ষ টাকা।
আরও পড়ুন - ১২ বছরে বারবার নক-আউট, এবার কি ঘুরবে ভাগ্য ? বিশ্বজয়ের ওয়াংখেড়েতে নতুন পরীক্ষা
এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে টিকিট পাচ্ছিলেন, তাঁর সঙ্গে এই চক্রে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।