আজ বিশ্বকাপ ফাইনাল। বিশ্বজয়ের প্রতীক্ষায় তামাম দেশবাসী। আহমেদাবাদ শহরজুড়ে কড়া নিরাপত্তার বলয়। ১৩০ কোটি দেশ অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে বিশ্বজয়ের প্রহর গুনছে। ৪৬দিনে ৪৮টি মেগা ম্যাচের পর ফাইনাল।
২০০৩ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি আহমেদাবাদে। সেই ফাইনালের বদলা নেওয়ার সুযোগ। আর ১২ বছর পর ফের দেশের মাটিতে বিশ্বজয়ের সুযোগ টিম ইন্ডিয়ার। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ফেভারিট মেন ইন ব্লু। গ্রুপ লিগে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম। তবে ফাইনালের আবেগ অন্যরকমই। তাই নতুন লড়াই মাথায় রেখেই নামছে দুই টিম।
কখন শুরু হবে বিশ্বকাপ ফাইনাল
রবিবার বিশ্বকাপ ফাইনাল শুরু হবে দুপুর ২টো থেকে
কীভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এই মেগা ম্যাচ
লাইভস্ট্রিম কোথায় হবে
ডিজনি হটস্টারে লাইভস্ট্রিমিং হবে বিশ্বকাপ ফাইনাল। মোবাইল অ্যাপে বিনামূল্যেই হবে এই ফাইনাল
সম্ভাব্য একাদশ
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
অস্ট্রেলিয়া
ট্রেভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জোশে ইঙ্গলিশ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড