বিশ্বকাপে তাঁদের দু জনের ভাগ্য সুতোয় ঝুলছে। একজন জিতলে নকআউটের পথে একধাপ এগিয়ে যাবে। আর এক দল হারলে এবারের মতো সরকারি ভাবে শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপের অভিযান। এই আবহে শনিবার বিশ্বকাপের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আমেদাবাদে এই ম্যাচের আগে বিশ্বকাপে আরও বেশি জনের স্কোয়াডের দাবি জানালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শকে চোটের কারণে পাচ্ছে না অস্ট্রেলিয়া। আর এই কারণে আইসিসির কাছে এই দাবি প্যাট কামিন্সের।
অন্যদিকে ভারতের কাছে ১০০ রানে হেরে এই ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাঠে নামার আগে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। কেন খারাপ হল, তারজন্য পর্যালোচনা প্রয়োজন বলেও দাবি স্টোকসের।