ওই দেখা যায় বিশ্বকাপ ! আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে কাপের দিকে চেয়ে রোহিত শর্মার ভারত। মায়ার বাঁধন কাটিয়ে ১২ বছর পর ফাইনালে ওঠার পর ভারতীয় দলকে নিয়ে এই ছবি পোস্ট করল ICC। আবেগ আর উচ্ছ্বাসের মধ্যেই চলল শুভেচ্ছার পালা। রাতেই টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোহিতের টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, শামি-ফাইনাল ! আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুর্নিশ মহম্মদ শামিকে।
আতস রোশনাইয়ে তখন চুঁইয়ে পড়ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। রকেট, চকোলেট বোমা, দোদমা -- আজ সবাই যেন ফুটছে। ভারত বিশ্বকাপের ফাইনালে উঠছে। বন্ধু বুমরার বলে উইলিয়ামসনের ক্যাচ ফসকে ছিলেন। সেই ম্যাচের সাত উইকেট নিয়ে ভারতের ফাইনালে তোলার নায়ক মহম্মদ শামি। তাই এই জয়ের কলকাতার উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি।
রাত বেড়েছে উৎসবের মেজাজ বেড়েছে। ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ১২ বছর পর কী রোহিত শর্মা পারবেন, এবার বিশ্বকাপ ভারতের কাছে রেখে দিতে ? ভারত বলছে, কোনও সংশয় নেই। প্রতিপক্ষ যেই হোক না কেন, রবিবার মন বলছে ইন্ডিয়া।