ভারতের পর দক্ষিণ আফ্রিকার (South Africa vs Australia) বিরুদ্ধে হারল পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপে (ICC ODI World CUp 2023) এদিন ১৩৪ রানে হার অজি ব্রিগেডের। দক্ষিণ আফ্রিকার ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.৫ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যান স্মিথ-ওয়ার্নাররা।
এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্য়ান কুইন্টন ডি কক। ৫৬ রান করেন আইডেন মারক্রম। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: নেট প্র্যাকটিস শুভমান গিলের, পাকিস্তান ম্যাচে কি মাঠে কি নামবেন!
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেন অজি ব্রিগেড। লাবুশেনের ব্যাটে আসে ৪৬ রান। পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরই পেরোতে পারেননি। ২৭ রান করেন মিচেল স্টার্ক। অধিনায়ক কামিন্স করেন ২২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা।