রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক প্যালিস্তিনীয় সমর্থক । বিরাটের কাঁধে হাত রেখে প্যালেস্টাইনের সমর্থনে শান্তির বার্তা দেন । কিন্তু, কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওই সমর্থক মাঠে ঢুকলেন, সেই বিষয়ে উঠছে প্রশ্ন । ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আহমেদাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে । ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার ফ্যান । প্যাট কামিন্সদের সমর্থন করতেই অস্ট্রেলিয়া থেকে আহমেদাবাদ এসেছেন । তবে, বিরাট কোহলিকেও ছুঁয়ে দেখতে চেয়েছিলেন ।
অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি আরও জানিয়েছেন, তিনি প্যালেস্টাইনকে সমর্থন করেন । তাই, প্যালিস্তিনীয়দের সমর্থনে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন । তাই নিরাপত্তা লঙ্ঘন করেই মাঠে ঢুকে পড়েন তিনি ।