দিল জশন বোলে। রণবীর সিংয়ের হাত ধরেই মুক্তি পেল ভারতের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সরকারি অ্যান্থেম। যার মিউজিক দিয়েছেন প্রীতম। এই গানে গলা মিলিয়েছেন এক ঝাঁক গায়ক-গায়িকা। এক সময় জনপ্রিয় হয়েছিল দে ঘুমাকে। এবার সামনে এল দিল জশন বোলে।
আইসিসির সরকারি ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ পেয়েছে। প্রীতমের সঙ্গে এই গান তৈরি করেছেন র্যাপার চরণও। এছাড়াও গলা রয়েছে নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো গায়কদের। আর এই ভিডিওতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রণবীর সিং।
তিনি জানিয়েছেন, ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের সরকারি অ্যান্থেমে অংশ নিতে পেরে তিনি গর্বিত। ক্রিকেট তাঁর প্রিয় খেলা। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। নিজের সোশাল মিডিয়া এই গান শেয়ার করেছেন রণবীর।