ম্যাক্সওয়েলের ব্যাটে বিশ্ব ক্রিকেটে হেক্সা অস্ট্রেলিয়া। আমেদাবাদে ট্রাভিস হেড আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। তাঁর ব্যাটে উপমহাদেশ থেকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে তাঁর ডবল সেঞ্চুরি ঐতিহাসিক হয়ে রইল।
অজি প্রাক্তনদের মতে, আফগানিস্তানের বিরুদ্ধে মুম্বইয়ের ওই ইনিংসই গেম চেঞ্জার হয়ে রইল। এমনকী, ওই ইনিংসের পর অজি অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়েছিলেন, এরপর অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলে অবাক হবেন না। সেই স্বপ্নই বাস্তবে পরিণত করল অস্ট্রেলিয়া।
১৯৮৭ সালের কলকাতার মাটিতে অস্ট্রেলিয়াকে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন অ্যালান বর্ডার। তার ৩৬ বছর পর আমেদাবাদে হেক্সা বৃত্ত পূর্ণ করল অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে তারা ছাপিয়ে গেল ব্রাজিলকে। তাই ম্যাচ শেষে স্টিভ স্মিথ থেকে মানাস লাবুশেন জানালেন, এই জয় তাঁদের কাছে মায়ার মতো। আবেগে চলে না অজিরা। কিন্তু আমেদাবাদ সাক্ষী থাকল হলুদ রঙে।