কেরিয়ারের ১০০ ম্যাচে সেরা স্পেল। সেমিফাইনালে ৭ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। কিন্তু সেই শামিকে (Md Shami) নিয়ে আক্ষেপ স্ত্রী হাসিন জাহানের গলায়। তাঁর কথা, তিনি যত ভাল ক্রিকেটার, তত ভাল স্বামী ও বাবা হলে জীবন বদলে যেত।
একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়ে হাসিন (Hasin Jahan) জানিয়েছেন, তাঁর খারাপ মানসিকতার জন্য তাঁরা ফল ভোগ করছেন। তাঁর মতে, ভাল ক্রিকেটারের পাশাপাশি ভাল মানুষ হলে সমাজে অনেক সম্মান পেতে শামি।
২০১৮ সাল থেকেই আলাদা থাকেন ভারতীয় পেসার মহম্মদ শামি এবং তাঁর স্ত্রী হাসিন। তাঁদের একমাত্র সন্তানও হাসিনের কাছেই থাকেন। তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।
আরও পড়ুন - মানবিকতায়ও 'মেসি'হা, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ালেন ফুটবলের রাজপুত্র
এর মধ্যেই ক্রিকেট বিশ্বকাপে শামি ঝড়ে কার্যত উড়ে গিয়েছে প্রতিপক্ষ। একের পর এক দুর্দান্ত উইকেট উপহার দিয়েছেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে গোটা দেশ গর্ব করলেও আক্ষেপের সুর স্ত্রী গলায়।