সকালে ঠিক ছিল, ধর্মশালা ম্যাচে তিনি অনিশ্চিত। কিন্তু দুপুর হতেই জানিয়ে দেওয়া হল বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাওয়া যাবে না ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
বাংলাদেশের বিরুদ্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। হাসপাতালে তাঁর পায়ের স্ক্যান হয়েছিল। শুক্রবার তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এরপরই বোর্ড জানায়, আপাতত ধর্মশালা ম্যাচে নেই হার্দিক।
আরও পড়ুন : বিশ্বকাপে বিরাটের শতরানের পিছনে কী আম্পায়ের অবদান ? প্রশ্ন নেট দুনিয়ায়
ইতিমধ্যেই বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ধর্মশালা নয়, হার্দিক দলের সঙ্গে যোগ দেবেন লখনউয়ে। ২৯ তারিখ বিশ্বকাপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সম্ভবত ওই ম্যাচ থেকে ফের মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। পুণের ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক।