বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত । এখনও পর্যন্ত ৫টি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া । এদিকে, এখনও হাতের চোট সারেনি হার্দিকের । নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে খেলতে পারেননি এই অলরাউন্ডার । রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত । সেই ম্যাচে কি দেখা যাবে হার্দিককে ?
জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত খেলছেন না হার্দিক । তাঁকে বিশ্রাম দেওয়া হবে । তবে, এই মুহূর্তে তাঁর হাতের চোট খুব গুরুতর নয় । শুধুমাত্র কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না । বিসিসিআই-এর মেডিকেল টিম তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে । বিসিসিআই সূত্রে খবর, মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে দলে যোগ দিতে পারেন হার্দিক ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক খেলতে না পারায়, ম্যাচে দু'টো পরিবর্তন আনতে হয়েছিল রোহিত শর্মাকে । চার ম্যাচ বসে থাকার পর দলে ফেরেন মহম্মদ শামি । একাই ৫টি উইকেট নেন । যদিও, সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ।