বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান। তখনই মাঠ ছাড়তে হয় তাঁকে। সেমিফাইনালের আগে টিমে ফেরার কোনও সম্ভাবনা ছিল না তাঁর। জানা গিয়েছে, তাঁর চোট বিশ্বকাপের মধ্যে ঠিক হবে না। তাই পরিবর্ত ক্রিকেটারের আবেদন করে বিসিসিআই। আইসিসি জানিয়েছে, হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে যোগ দেবেন প্রাসিদ কৃষ্ণা।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন প্রাসিদ কৃষ্ণা। বিশ্বকাপে টানা ৭টি ম্যাচ জয়ের নেপথ্যে ভারতের বোলিং আক্রমণ যে কোনও দলের ঈর্ষার কারণ। মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পেস আক্রমণে ভেঙে পড়ছে বিপক্ষের ব্যাটিং লাইন আপ। প্রাসিদ কৃষ্ণা এলে সেই শক্তি আরও বাড়বে টিমের।
আরও পড়ুন: শহরে বিরাট-রোহিতরা, বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা, কড়া নিরাপত্তা মোতায়েন কলকাতা পুলিশের