শনিবার বিশ্বকাপে (ICC World Cup 2023 ) হাইভোল্টেজ ম্যাচ (India vs Pakistan)। আর এই ম্য়াচে 'ম্য়াজিক' হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ক্রিজে তখন অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন ওপেনার ইমাম উল হক। হার্দিক প্রথম দুই ওভারে বেশ মারও খান। এরপরই এল সাফল্য।
ম্যাচ চলাকালীন দেখা যায়, ইমাম উল হককে বল করতে আসার সময় কিছুটা সময় নিয়ে প্রার্থনা করেন হার্দিক। আর সেই বলেই এল উইকেট। হার্দিকের বল ব্যাটে খোঁচা লেগে ধরে নেন কিপার কে এল রাহুল। দ্বিতীয় উইকেটের পতন হয় পাকিস্তানের।
আরও পড়ুন: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের প্রথম একাদশে ৪ 'ঘরের ছেলে', কারা তাঁরা
এরপরই সেলিব্রেশন করেন হার্দিক। ভারত-পাকিস্তান ম্যাচ সাধারণ ম্যাচ নয়। এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে। অনেক ক্রিকেটারই এই বড় ম্যাচের আগে সংস্কার মানেন। হার্দিককেও এমনই প্রার্থনা করতে দেখা যায় এদিন।