নিউজিল্যান্ড ম্যাচে বিরাট কোহলি বা মহম্মদ শামি নন, আসল গেমচেঞ্জার শ্রেয়স আইয়ার। এমনই মনে করছেন গৌতম গম্ভীর। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই সেবার ৯৭ রানের ইনিংস এসেছিল গম্ভীরের ব্যাটে। গম্ভীরের মতে, শ্রেয়সের ইনিংসের ফলেই ৩৯০-এর বেশি রান উঠেছে।
বিরাট কোহলি ওই ম্যাচে ৫০তম সেঞ্চুরি করেন। ৭ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেন মহম্মদ শামি। সেই ম্যাচেই মাত্র ৬৭ বলে সেঞ্চুরি করেন শ্রেয়স। গম্ভীরের মতে, শ্রেয়সের সোশ্যাল মিডিয়ায় তেমন অনুরাগী নেই। তাই প্রশংসা পাননি। কিন্তু প্রথম বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ গম্ভীর।
গম্ভীর বলেন, "বিরাট কোহলি তাঁর চার নম্বর বিশ্বকাপ খেলছেন। রোহিত তিন নম্বর বিশ্বকাপ। শ্রেয়স প্রথম বিশ্বকাপ খেলছে। আমি আগেও বলেছি, এখনও বলতে চাই। নিউজিল্যান্ড ম্যাচে গেমচেঞ্জার শ্রেয়স আইয়ার। বড় ম্যাচে বিরাট-রোহিতের কাছেই রানের আশা করে সবাই। কারণ ওরা অভিজ্ঞ।"