বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলা যেন কিছুতেই থামছে না। ফের একবার বিরাটের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ওপেনার। রোহিত শর্মার প্রশংসা করতে গিয়ে বিরাটকে বিঁধলেন তিনি।
এই লখনউ স্টেডিয়ামেই আইপিএলে এবার বিবাদে জড়িয়েছিলেন দুই তারকা। এবার তিনি ধারাভাষ্যকারের ভূমিকায়। চলতি বিশ্বকাপে বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে আলোচনা হয়। সেখানেই গম্ভীর জানান, রোহিত শর্মার ৪০-৪৫টি সেঞ্চুরি থাকতেই পারত। কিন্তু রোহিত ব্যক্তিগত মাইলস্টোন গড়ার পক্ষে নয়। দলের জন্য নিঃস্বার্থ পারফরম্যান্স করেন। এক জন প্রকৃত অধিনায়কের মতো ব্যাট করেন। মাঠে ওকে দেখলেই বোঝা যায়।
এবার বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। গড় ৮৮.৫০। স্ট্রাইক রেটও ভাল। তিনটি হাফসেঞ্চুরিও আছে। গম্ভীরের এই মন্তব্যের পরই যদিও বিরাট ইংল্যান্ড ম্যাচে শূন্য রান করে ফেরেন।