একমাত্র তাঁর পক্ষেই এই ইনিংস খেলা সম্ভব। বন্ধু গ্লেন ম্যাকওয়েলের অবিশ্বাস্য ইনিংস দেখে মুগ্ধ বিরাট কোহলি। বিরাটের মতে, পাগল করার মতো ইনিংস খেলছেন ম্যাক্সওয়েল। মুম্বইয়ে ম্যাড-ম্যাক্সের এই ইনিংসের পর কেটে গিয়েছে প্রায় ২৪ ঘণ্টা। কিন্তু এখন শুভেচ্ছায় ভাসছেন অজি এই ক্রিকেটার।
মুম্বইয়ের প্রবল গরমে ফিল্ডিং করার পর ওই ইনিংস। তারপর থেকেই বিশ্বকাপে চর্চায় গ্লেন ম্যাক্সওয়েল। বন্ধুর এই ইনিংস দেখার পর মুগ্ধ কিং কোহলি। বিরাটের থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত ম্যাক্সওয়েল। তবে, অজি অলরাউন্ডার জানিয়েছেন, তিনি খুশি অধিনায়ক কামিন্সের শুভেচ্ছায়।
বিশ্বকাপে সেমিফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিদের নিয়মরক্ষার ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ।