বিশ্বকাপে কলকাতার এই ম্যাচেই রয়েছে অধিনায়ক বাবর আজমের জিয়ন কাঠি। কারণ, ম্যাচ শুরুর আগেই পাক সংবাদমাধ্যমের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেই অধিনায়কত্বে ইতি টানতে চাইছেন বাবর। তারউপর মাঠে নামার আগে এবার তাঁর সব অঙ্ক গুলিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। তবুও টস করতে এসে বাবর জানালেন, তাঁরা এখনও আশাবাদী। তাকিয়ে থাকবেন ফখরের ব্যাটের দিকে। একটি পরিবর্তন পাক দলে। হাসান আলির বদলি শাদাব খান।
কলকাতায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের। যার জেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক আবার নতুন করে কষতে হবে পাকিস্তানকে। কারণ, ইডেনের বাইশ গজে ইংল্যান্ড ৫০ রানে অলআউট হয়ে যাবে, এই স্বপ্ন হয়তো অতিবড় পাক সমর্থকও দেখছেন না। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ রানে অলআউট হয়ে গেলে, পাকিস্তানকে ৯ বলে করতে হবে ২১ রান। ইংল্য়ান্ড যত বেশি রান করবে, তত চাপ বাড়বে পাকিস্তানের উপরে।
আরও পড়ুন : ইডেনে শনিবার পাকিস্তান বনাম ইংল্যান্ড, ম্যাচ শেষে থাকবে না আতসবাজির প্রদর্শন
এই পরিস্থিতিতে বাবরদের কাছে নতুন চ্যালেঞ্জ, ইংল্যান্ডের টার্গেট তাঁরা কত দ্রুত শেষ করতে পারবে। কারণ, এই ম্যাচ থেকে ইংল্যান্ড চেষ্টা করবেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগত্যা অর্জন করতে। তাই অপরিবর্তিত দল নিয়েই মাঠে গতবারের চ্যাম্পিয়নরা।