বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের সামনে ৩৬৫ রানের টার্গেট দিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ধর্মশালায় এই ম্যাচে ৯ উইকেট ৩৬৪ রান করেন ইংরেজরা। সৌজন্যে ডাইড মালানের ১০৭ বলে ১৪০ রান। ৬৮ বলে ৮২ রান করে জো রুট। এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান। একসময় মনে হচ্ছিল এই ম্যাচে ৪০০ রান করবে ইংল্যান্ড। কিন্তু মালান আউট হতে থমকে গেল ইংল্যান্ডের স্কোর। ৭১ রান দিয়ে চার উইকেট মেহেদি হাসানের।
এদিন শুরু থেকেই ঝড় তোলেন দুই ইংরেজ ওপেনার মালান এবং বেয়ারস্ট্রো। প্রথম উইকেটে ১০০ পার হয়ে যায়। এদিন ১৬টি চার ও পাঁচটি ছয় মেরে ১৪০ রান করেন মালান। বেয়ারস্ট্রো আউট হলেও হিমাচলের পাহাড় ঘেরা এই স্টেডিয়ামে মালানের ব্যাটেই কার্যত কাবু হয়ে যান বাংলাদেশি বোলাররা।
আরও পড়ুন : বিশ্বকাপের এশিয়ান ডার্বিতে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা
কিন্তু মালান আউট হতেই দ্রুত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। তারমধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ফেলন রুট। তিনি আউট হন ৮২ রান করে। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪০০ রান হওয়ার আগেই মেহেদি হাসান রুখে দেন গতবারের চ্যাম্পিয়নকে।