পুনেতে প্রথম বিশ্বকাপের আসর। আশা করা হয়েছিল, স্টেডিয়াম নীল জার্সির ঢেউ উঠবে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাজার হাজার সমর্থকরা মাঠ ভরাবেন। সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু পুনের এমসিএ স্টেডিয়ামের বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। ৪২ হাজারের এই স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে অনেক আসনই ফাঁকা।
আইসিসি ও বিসিসিআই এই ম্যাচের জন্য দুই ধাপে টিকিট রিলিজ করেছিল। বাংলাদেশের বিরুদ্ধে বিরাটদের হাইভোল্টেজ লড়াইয়ে সমর্থকরা মাঠ ভরাবেন, তা নিয়ে আশায় বুক বেঁধেছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু স্টেডিয়ামে খালি আসন দেখে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নেটিজেনদের। পরে যদিও স্টেডিয়াম ভরে গিয়েছে।
এক্স, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে প্রতিবাদ করেছেন নেটিজেনরা। স্টেডিয়ামের বাইরে একাধিক সমর্থক জড়ো হয়েছেন। যারা টিকিট পাননি। বুকিং ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন অনেকে।