পাঁচই নভেম্বর ভারত নামার আগে মঙ্গলবারই কলকাতায় ছিল প্রথম বড় ম্যাচ। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে মনে করা হয়েছিল বেশ অনেকটাই ভরবে ইডেন। কিন্তু ম্যাচ শুরুর আগে সেই ভিড় চোখে পড়ল না। অনেকেই বলছেন সপ্তাহের দ্বিতীয় দিন। পুজোর পর কলকাতায় অফিস-কাছারি সবই খুলে গিয়েছে। এমনকী, অনেক স্কুলও খোলা। তাই বিকেল হলে হয়তো ভিড় বাড়বে ইডেনে।
কলকাতায় প্রথম ম্যাচেও খুব একটা ভিড় হয়নি। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে রাত আটটার পরেই ফাঁকা হয়ে গিয়েছিল স্টেডিয়াম। প্রায় একই ছবি দুপুরের ইডেনেও দেখা যাচ্ছে। তবে সিএবি কর্তারা আশাবাদী, অফিস ফেরত অনেকেই আসতে পারেন মাঠে।
আরও পড়ুন : পাটা ইডেনে টস জিতে ব্যাট শাকিবদের, রান তাড়া করবে পাকিস্তান
এরমধ্যেই পাটা উইকেট দাপট দেখাচ্ছেন পাক বোলাররা। টস জিতে এই ম্যাচেও বেশ নড়বড়ে বাংলাদেশের ব্যাটিং। তবে কলকাতার অপেক্ষা আগামী রবিবারের। ইডেনে খেলবে রোহিত শর্মার ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।