এবার বিশ্বকাপে পাকিস্তান নয়, নিউজিল্যান্ড ম্যাচই ছিল হাইভোল্টেজ ম্য়াচ। ২০১৯ সালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল। তাই এই ম্যাচ ছিল মর্যাদার লড়াই। কিউয়ি ব্রিগেড এবারও বিশ্বকাপে দারুণ শুরু করেছিল। কিন্তু শামির ৫ উইকেট, বিরাটের ৯৫ রানের মহাকাব্যিক ইনিংসে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। বিশ্বকাপের এই ম্যাচে লাইভ স্ট্রিমিংয়ে নয়া রেকর্ড গড়ল ডিজনি হটস্টার।
জানা গিয়েছে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ে দেখেছেন ৪ কোটি ৩০ লক্ষ দর্শক। ক্রিকেটের সব ফরম্যাটে যা সর্বকালীন রেকর্ড। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে ডিজনি-হটস্টার লাইভ স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যা হয় ৩ কোটি ৫০ লক্ষ। সেই রেকর্ডকেই ভেঙে দিল এই ম্যাচ।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দর্শক সংখ্যা ছিল ২ কোটি ৫০ লক্ষ। তাঁর দ্বিগুণ সংখ্যক দর্শক এদিন এই ম্যাচ দেখেছেন।