দিল্লির দূষণের জেরে থমকে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ। শনিবার এই ইঙ্গিত দিল আইসিসি। সোমবার ফিরোজ শাহ কোটলায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শুক্রবারের পর শনিবারও দিল্লিতে অনুশীলন করতে বেগ পেতে হল ক্রিকেটারদের। মাস্ক পড়ে অনুশীলন করেন লঙ্কার ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে দূষণ না কমলে ম্যাচ বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত আইসিসি।
শুক্রবারের পর মাঠে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের মুখেও মাস্ক দেখা যায়। আইসিসি জানিয়েছেন, বৃষ্টির মতোই চিন্তা বাড়ছে দিল্লির দূষণকে নিয়ে। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের বিষয়টি নজর রাখা প্রয়োজন রয়েছে। কারণ, রাজধানীর দূষণের মাত্রা ৪০০-এর উপরে।
এই পরিস্থিতি সোমবার ম্যাচ হবে কীনা, তা ঠিক হবে ওই দিন সকাল এবং দুপুরের পরিস্থিতির উপরে। এমনটাই ইঙ্গিত আইসিসি কর্তাদের। কারণ, তাঁরা কোনও ঝুঁকি নিতে চান না।