বুধবার বিশ্বকাপে ভারতের মিশন আফগানিস্তান। নিজের মাঠে বিশ্বকাপ খেলতে নামবেন বিরাট কোহলি। নজর থাকবে আফগান বোলার নবীনও। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, আফগানিস্তানের বিরুদ্ধে কি পরীক্ষায় রাস্তায় হাঁটবে ভারত ?
কারণ, প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল শুভমন গিল হয়তো পাকিস্তান ম্যাচের আগেই সুস্থ হবেন। কিন্তু বিশ্বকাপে গিল থাকবেন কীনা, সেটাই এখন বড় বিষয় হয়ে উঠছে।
আরও পড়ুন : বিশ্বকাপে কি থাকবেন শুভমন ? বুধবার দিল্লিতে নির্বাচকদের বৈঠক
চেন্নাইয়ে রোহিত শর্মা জানিয়েছিলেন, এবার তাঁদের কাছে বিশ্বকাপ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আয়োজক হয়েও নটি ভিন্ন মাঠে এবার বিশ্বকাপ খেলবে ভারত। তার দ্বিতীয় স্টপেজ হল দিল্লি।
এই মাঠে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের ফুলঝুড়ি ঝড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। এক ইনিংসে তিন শতরানের পাশাপাশি একদিনের ক্রিকেটে রেকর্ড রানের নজির তৈরি করছেন প্রোটিয়ারা।
তাই এই ম্যাচে চেন্নাইয়ের দল নিয়ে নামতে চাইছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। এত দ্রুত তিনি পরীক্ষায় নারাজ। আফগানিস্তানের বিরুদ্ধেও রোহিতের বাজি তিন স্পিনার। কারণ, কোটলার পিচে স্পিন ধরবে।
আর যেহেতু শুভমন নেই, ফলে রোহিতের পার্টনার এই ম্যাচেও ইশান কিষাণই। তবে জায়গা পরিবর্তন হতে পারেন রাহুল ও শ্রেয়াসের। এর থেকে মনে হয়না, আফগান ম্যাচে ঝুঁকি নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।