রবিবার বিশ্বকাপে ভারতের সামনে নিউজিল্যান্ড। পয়েন্টের নিরিখে এখন দুই দলই এক বিন্দুতে। ধর্মশালায় এই ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। তার আগে হার্দিকের গোড়ালির চোট পরীক্ষা করতে ক্রিকেটারকে নিয়ে যাওয়া হল বেঙ্গালুরুতে। সেখানে এক ব্রিটিশ চিকিৎসক দেখবেন হার্দিককে। ফলে রবিবারের ম্যাচে অনিশ্চিত ভারতের সহ-অধিনায়ক।
পুণেতে ম্যাচ জয়ের পরেই রোহিত শর্মা জানিয়েছিলেন, হার্দিকের চোট খুব একটা গুরুতর নয়। তবে তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। রোহিতের ইঙ্গিতেই ছিল নিউ জিল্যান্ড ম্যাচে হার্দিককে পাওয়া যাচ্ছে না। ফলে ধর্মশালায় তাঁর বদলে দলে ঢুকতে পারেন সূর্য কুমার যাদব বা ইশান কিষাণ।
আরও পড়ুন : হার্দিককে নিয়ে বড় আপডেট রোহিত শর্মার, বিরাটের সেঞ্চুরির প্রশংসাও করলেন
ইতিমধ্যেই বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ধর্মশালা নয়, হার্দিক দলের সঙ্গে যোগ দেবেন লখনউয়ে। ২৯ তারিখ বিশ্বকাপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সম্ভবত ওই ম্যাচ থেকে ফের মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। পুণের ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক।