রবিবার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। আর এই বিশ্বকাপ ফাইনালে সেরার সেরা লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে রিকি পন্টিংয়ের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার দুরন্ত পারফরম্যান্স ও ভারতের হারের ক্ষত এখনও দগদগে। এবার ফাইনালে সেরা পাঁচ লড়াই হতে পারে। দেখে নিন সেগুলো কী কী।
ট্রেভিস হেড বনাম জসপ্রীত বুমরা
এই বিশ্বকাপে অন্যতম লড়াই হতে পারে ট্রেভিস হেড বনাম জসপ্রীত বুমরা। এবার টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন ট্রেভিস। এদিকে ঘরের মাঠে লড়াইয়ের জন্য মুখিয়ে থাকবেন বুমরাও।
রোহিত শর্মা বনাম জোসে হ্যাজেলউড
ওপেনিংয়ে বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা। তাঁকে থামাতে অস্ট্রেলিয়ার অস্ত্র জোশে হ্যাজেলউড। রোহিত কি ভারতকে শুরুতেই বড় রান উপহার দিতে পারবেন! নাকি বাজি জিতবেন হ্যাজেলউড।
গ্লেন ম্যাক্সওয়েল বনাম মহম্মদ সিরাজ
এবার বিশ্বকাপে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ওই ইনিংস ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। সেই ম্যাক্সওয়েল ঝড় থামাতে ভরসা মহম্মদ সিরাজই। ফাইনালে তাঁর উপর তাকিয়ে থাকবে গোটা দেশ।
বিরাট কোহলি বনাম প্যাট কামিন্স
সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন। ফাইনালেও বড় রানের খিদে বিরাট কোহলির। সেই বিরাটকে থামাতে তৈরি
অস্ট্রেলিয়া বনাম মহম্মদ শামি
সেমিফাইনালে নিউজিল্যান্ড টিমের বিরুদ্ধে একাই ৭ উইকেট নিয়েছেন। বল সুইং না করলেও সাফল্য পাওয়া তাঁর কাছে সহজ ব্যাপার। সেই শামিই চিন্তার কারণ হতে পারে অস্ট্রেলিয়ার। সব ব্যাটসম্যানই শামিকে খেলতে ভয় পাবেন।
শ্রেয়স আইয়ার বনাম মিচেল স্টার্ক
এবার বিশ্বকাপে দারুণ পারফরম্য়ান্স শ্রেয়স আইয়ারের। কেকেআর অধিনায়কের ফর্ম ভরসা দিয়েছে টিমকে। সেই শ্রেয়সকে ফেরাতে অস্ট্রেলিয়ার ভরসা মিচেল স্টার্ক।