বিশ্বকাপে বড় বিতর্ক। একটি বল না খেলেও আউট হলেন ব্যাটার। কী হয়েছে ফিরোজ শাহ কোটলায় ? সোমবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, এই ম্যাচে মাঠে নেমে স্ট্যান্ট নিতে দেরি করেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার জন্য আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসান। সেই আবেদন মেনে নিয়েই ম্যাথিউজকে আউট দেন আম্পায়র।
নিয়মে রয়েছে, মাঠে নামার পরেই পিচে এসে স্ট্যান্ট নিতে হবে ব্যাটারকে। তার জন্য তিনি সময় পাবেন দু মিনিট। কিন্তু ম্যাথিউজের বিরুদ্ধে অভিযোগ, মাঠে নেমে তিনি অহেতুক সময় নষ্ঠ করেছিলেন। এমনিতেই দিল্লির এই ম্যাচের উপর দূষণের কাঁটা। তারউপর এই আউটে নয়া বিতর্কের সাক্ষী থাকল বিশ্বকাপের এই ম্যাচ।
আইসিসি জানিয়েছে, নিয়মের মধ্যেই আউট হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার। কিন্তু মাঠ ছাড়ার আগে নিজের ক্ষোভ দেখান অ্যাঞ্জেলো। এদিনই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে সে দেশের সরকার।