পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের দিনেই, ভারতের মাটিতে বিশ্বকাপে অভিযান শুরু করল বাংলাদেশ। বাংলাদেশি ফ্যানদের কাছে খুশির খবর এবার শুরু থেকেই শাকিব। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাঘেদের প্রতিপক্ষ আফগানিস্তান।
সবচেয়ে বেশি ডামাডোল নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ। বিশেষ করে তামিমকে দল থেকে বাদ দেওয়া ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যেই একদিনের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন শাকিব। এর মধ্যে ভারতে এসে অনুশীলনে চোটও পেয়েছিলেন।
আরও পড়ুন : মাঠে যাবতীয় দায়িত্ব অধিনায়কের উপরেই, বিশ্বকাপের আগে কেন এমন বললেন দ্রাবিড়?
এই পরিস্থিতিতে এদিনের বিশ্বকাপের ম্যাচে টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ হিমাচলে হলেও কলকাতা কিন্তু তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে। কারণ, এই প্রথম বিশ্বকাপ খেলছেন নাইটদের ক্রিকেটর গুরবাজ। আর রয়েছেন রশিদ খান।