ইডেনের পাটা পিটে বিশ্বকাপের ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, এখান থেকে হারানোর কিছু নেই, তাই বড় রান করে পাকিস্তানকে চ্যালেঞ্জ দিতে চান তাঁরা। পাক অধিনায়ক বাবর আজমও জানিয়েছেন, টস জিতলে তাঁরাও প্রথমে ব্যাট করতেন। কারণ, গত ম্যাচের তুলনায় এই উইকেট অনেক পাটা। তাই এই পিচে রান তাড়া খানিকটা সমস্যা হতে পারে বলে মনে করছেন বাবর।
এদিনের ম্যাচে দুটি পরিবর্তন পাকিস্তান দলে। ইমামের বদলে ওপেন করবেন ফখর জামান। আর মহম্মদ নওয়াজের পরিবর্তে খেলছেন আগা সলমান। তবে এই ম্যাচেও নেই পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাবাদ খান। কেন তিনি খেলছেন না, তা কলকাতাতেও স্পষ্ট হল না। তাঁর চোট নিয়ে কোনও কথাই বলছে না পাক টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন : সাত বছর পর মঙ্গলবার ইডেনে পাকিস্তান, এবার মাইক বাজানো বন্ধ করলেন বাবররা
এই বিশ্বকাপে তাঁদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। হারানোর কিছুই নেই। তবুও পাকিস্তানকে একটা মরণ কামর দিতে চান শাকিবরা। কলকাতায় গ্রুপে ম্যাচে একটি পরিবর্তন বাংলাদেশ দলে। মেহেদির জায়গায় এই ম্যাচে খেলছেন হৃদয়।