ইডেন গার্ডেন্সে এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নেদারল্য়ান্ডসের মতো টিমের বিরুদ্ধে হারতে হয়েছে তাঁদের। বিশ্বকাপের এই ম্যাচে হার আর সহ্য করতে পারেনি এক সমর্থক। মাঠেই নিজের জুতো খুলে গালে চড় মারতে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইডেনের সেই ভিডিয়ো এখন ভাইরাল।
এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী টিমকে হারিয়ে প্রথম চমক দেয় নেদারল্যান্ডস। শনিবার ইডেনে বাংলাদেশকে হারায় তাঁরা। ২৩০ রান তাড়া করতে নেমে ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পয়েন্ট টেবিলে ১০টি টিমের মধ্যে ৯ নম্বরে দাঁড়িয়ে বাংলাদেশ।