দূষণে ধাক্কা খেল ভারতের মাটিতে বিশ্বকাপ। সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রাজধানীর দূষণের জেরে বাতিল করতে হল তাদের অনুশীলন। রোজই বাড়ছে দিল্লির দূষণের মাত্রা।
পাকিস্তানের কাছে হেরে কলকাতা থেকে দিল্লিতে এসেছে বাংলাদেশ। কিন্তু ভারতের রাজধানীতে পা দিয়েই তাঁদের আপাতত হোটেল বন্দি হয়ে থাকতে হচ্ছে। কথা ছিল শুক্রবার বিকেলে অনুশীলন করবেন শাকিবরা। কিন্তু পরিস্থিতি দেখে আর ঝুঁকি নেয়নি বাংলাদেশ টিম।
এই বিশ্বকাপে প্রথম দল হিসাবে বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার তাদের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।