বিশ্ব ক্রিকেটে প্রথমবার টাইমড আউট। বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল-হাসানের কলে আউট শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথাউজ। দিল্লির ফিরোজ শাহ কোটলাতেই বিশ্বকাপের ম্যাচে তার বদলা ফিরিয়ে দিলেন ম্যাথাউজ। তাঁর বলে আউচ হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব।
ছিল বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচ। যা পরিণত রুদ্ধশ্বাস যুদ্ধে। অ্যাঞ্জেলোর বিরুদ্ধে টাইমড আউট কল করে ক্রিকেটের স্পিরিট নষ্ট করছেন শাকিব। ঘটনার পর থেকে অভিযোগ সব মহল থেকে।
এমনকী ম্যাচে শতরানের পর একই অভিযোগ শ্রীলঙ্কার ক্রিকেটার চারিতা আসালঙ্কার। এই উত্তেজনার মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায়ের পর অবশেষে জয়ে ফিরল বাংলাদেশ। দিল্লিতে তারা জিতল তিন উইকেট। নাজিমূল শান্তর ৯০ রান ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে রইল।
এদিন প্রথমে ব্যাট করে ২৭৯ রান করেছিল শ্রীলঙ্কা। ১০৮ রান করে আউট হন চারিতা আশালঙ্কা। বাংলাদেশের হয়ে তিন উইকেট তানজিম হাসান শাকিবের। বাংলাদেশ ইনিংসে শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট মধুশঙ্কার।