আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। শনিবার ধর্মশালায় ব্যাটে বলে সফল বাংলাদেশের মেহেদি হাসান। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেন তিনি। আফগানদের ১৫৭ টার্গেট তাড়া করতে নেমে ৩৪.৪ ওভারে ম্যাচ বার করলেন শাকিব-আল-হাসানরা। ৭৩ বলে ৫৭ রান মেহেদির। ৫৯ রান করে অপরাজিত থাকেন শান্ত।
শনিবার ধর্মশালায় শাকিব এবং মেহেদি হাসানের দাপটে ১৫৬ রানে শেষ হয়ে গেল আফগানদের ইনিংস। দু জনেই তিনটি করে উইকেট নিয়েছেন। টস জিতে এদিন আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
আরও পড়ুন : চিপকে নামার আগে অকপট মহারাজ, ভারতীয় দলের কোন দু'জনের উপর ভরসা রাখলেন সৌরভ?
শুরুটা ভাল করেছিলেন নাইটদের ক্রিকেটার গুরবাজ। কিন্তু তিনি ৪৭ রানে আউট হতেই ভেঙে পড়ল আফগানদের ব্যাটিং দূর্গ। মাত্র ৩৭.২ ওভার ব্যাট করার সুযোগ পেলেন আফগান ব্যাটাররা। ৩০ রান দিয়ে তিন উইকেট শাকিবের। ২৫ রানে তিন উইকেট মেহেদির।