পাকিস্তানি সমর্থকরা হয়তো চান, বিরাট কোহলির মতো ব্যাট করুক বাবর আজম। কিন্তু পাক অধিনায়ক বাবর নিজেই মজে বিরাটের ব্যাটে। তিনি সরাসরি জানিয়ে দিলেন, বিরাটের থেকে তিনি শিখতে চান।
স্টার স্পোর্টসের একটি ভিডিয়োতে বাবরকে বলতে শোনা যায়, ক্রিকেটবিশ্বে তাঁর পছন্দের ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন।
আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে শূন্য বিরাট, লখউয়ে ইংরেজ শাসন, লড়ছে ভারত
বাবরের মতে, ওরা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। পিচের পরিস্থিতি কেমন হয়, ওরা ভাল বোঝেন। বাবর জানান, এই কারণেই তিনি শ্রদ্ধা করেন তাঁদের। কঠিন পরিস্থিতি, বিপক্ষের শক্তিশালী বোলিংয়েও দলকে বাঁচাতে পারে। এটাই তিনি বিরাটদের কাছ থেকে শিখতে চান।